লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬

|

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সোহাগ মিয়া (২৭) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার এলাকার লুৎফর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, রাতে রংপুর থেকে অটোরিকশাযোগে কাকিনা বাজার আসছিলেন সোহাগ। পথে অটোরিকশাটি কবি শেখ ফজলল করিমের ফলকের কাছে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটিতে থাকা সাতজন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন। অপর আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আহতদের রংপুর ও কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply