বাইডেনপুত্র হান্টারের বিরুদ্ধে ফের ফৌজদারি মামলা

|

আবারও ফৌজদারি মামলায় অভিযুক্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পুত্র হান্টার বাইডেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) তাকে কর ফাঁকির মামলায় অভিযুক্ত করেন মার্কিন বিচার বিভাগ। এই অভিযোগসহ মোট ৯টি অভিযোগ আনা হয়ে হান্টারের বিরুদ্ধে। 

ক্যালিফোর্নিয়ায় কর ফাঁকির অভিযোগে তার বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়েছে। কর পরিশোধে ব্যর্থতা, তথ্য লিপিবদ্ধ না করা, সম্পদ ও আয়ের মিথ্যা তথ্য দেয়াসহ রয়েছে ৯টি অভিযোগ। মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রায় ১৪ লাখ ডলার কর পরিশোধ করেননি তিনি।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে ৫৪ বছর বয়সী হান্টারকে আগ্নেয়াস্ত্র মামলায় অভিযুক্ত করা হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি প্রথম কোনো প্রেসিডেন্টের সন্তান, যার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ রয়েছে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply