আগামী মার্চ পর্যন্ত পেঁয়াজ রফতানি বন্ধ করলো ভারত

|

পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণা করেছে ভারত। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ ঘোষণা আসে। দেশটির ‘ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড’ পেঁয়াজ রফতানি বন্ধের এই নির্দেশনা দিয়েছে। এই সিদ্ধান্ত আজ শুক্রবার থেকেই কার্যকর হচ্ছে।

পেঁয়াজ রফতানি বন্ধের এই নির্দেশনায় বলা হয়, সরকার পেঁয়াজ রফতানির নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত ভারত থেকে পেঁয়াজ রফতানি বন্ধ থাকবে।

এই নোটিশ জারির আগে পেঁয়াজের গাড়ি লোড হয়ে থাকলে সেটি সংশ্লিষ্ট দেশে পৌঁছে যাবে। অথবা পেঁয়াজভর্তি গাড়ি বা জাহাজ ভারতীয় পোর্ট অতিক্রম করলে সেটি এই নির্দেশনার আওতায় পড়বে না।

জানা গেছে, ভারতে পেঁয়াজের স্টক কমে আসছে। এজন্যে ভারত সরকার ২০২৪ সালের মার্চ পর্যন্ত পেঁয়াজ রফতানি নিষিদ্ধ করেছে। আমদানিকারকরা বলছেন, ভারত সরকারের এমন সিদ্ধান্তে দেশের পেঁয়াজ বাজারে প্রভাব পড়বে। ভোমরা, হিলি ও বেনাপোল দিয়ে ভারত থেকে দেশে পেঁয়াজ আমদানি হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply