Site icon Jamuna Television

উন্নয়ন অব্যাহত রাখতে নির্বাচন সফল করা উচিত: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনকে সফল করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

এডুকেশন, রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় শুক্রবার (৮ ডিসেম্বর) এ মন্তব্য করেন তিনি। বললেন, দেশের উন্নয়ন ঠেকাতে যারা ষড়যন্ত্র করছে তারা অচিরেই বিলীন হয়ে যাবে।

মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে উল্লেখ করে ড. মো. মশিউর রহমান বলেন, বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্র অনেক বেশি সরব থাকলেও অন্যান্য বিপর্যস্ত দেশ নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। বাংলাদেশ যখনই সমৃদ্ধির পথে এগোতে চেষ্টা করেছে তখনই তথাকথিত পরাশক্তি সেই উন্নয়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে।

/এমএন

Exit mobile version