বাংলাদেশে নারী জাগরণ ও ক্ষমতায়নে সরকার বেগম রোকেয়ার প্রত্যাশা অনেকটাই পূরণ করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, আমাদের মেয়েরা আর পিছিয়ে নাই। রাজনীতি থেকে খেলাধুলা, সবক্ষেত্রে এখন নারীরা সফলতার সাথে কাজ করছে। সাংবাদিকতা থেকে শিল্পকলা, সবক্ষেত্রে নারীরা সফল।
শনিবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস ও পদক প্রদানের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সরকারপ্রধান বলেন, দেশের উন্নয়নে নারীর ক্ষমতায়ন খুবই জরুরি। অর্থনৈতিকভাবে সক্ষম নারীদের পারিবারে মর্যাদা বৃদ্ধি পায়। আওয়ামী লীগ সরকার নারী ও শিশুদের অধিকার রক্ষায় ২০২০ সালে আইন প্রণয়ন করেছে। নারীদের অধিকার রক্ষায় জেন্ডার বাজেট প্রণয়ন করা হয়েছে। এছাড়া নারীর ক্ষমতায়ন, সামাজিক মর্যাদা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা রক্ষায় বিশেষ বরাদ্দ দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, নারী অধিকার নিশ্চিতে সৌদি আরবও এগিয়ে এসেছে। এখন আর ধর্মের কথা বলে কেউ নারীদের আটকে রাখতে পারবে না। কর্মসংস্থানের ক্ষেত্রে নারীদের আর কেউ আটকে রাখতে পারবে না।
নারী জাগরণে অবদান রাখায় এই অনুষ্ঠানে পাঁচ নারীকে বেগম রোকেয়া পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
/এমএন
Leave a reply