ফিলিস্তিনের পক্ষে দেশে দেশে বিক্ষোভ

|

অবিলম্বে অবরুদ্ধ গাজা উপত্যাকায় যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভে উত্তাল গোটা বিশ্ব। শুক্রবার (৮ ডিসেম্বর‍) জর্ডান, ইয়েমেন, লেবানন ও স্পেনসহ বেশ কয়েকটি দেশে ফিলিস্তিনের পক্ষে বিশাল গণজমায়েত হয়। খবর রয়টার্সের।

জর্ডানের রাজধানী আম্মানে মার্কিন দূতাবাসের সামনে জড়ো হয় হাজারও সাধারণ মানুষ। পতাকা, প্ল্যাকার্ড ও কেফিয়া হাতে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। যুদ্ধবিরতিতে সমর্থন দিতে দেশটির সরকার ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয় এ সময়।

ফিলিস্তিনের সমর্থনে জনতার ঢল নামে ইয়েমেনের রাজপথে। আগ্রাসন বন্ধ করতে আরব বিশ্বকে জেগে ওঠার আহ্বান ছিল বিক্ষোভকারীদের। গাজার সমর্থনে হুতি বিদ্রোহীদের ইসরায়েলবিরোধী পদক্ষেপেরও সমর্থন জানান তারা।

লেবাননের রাজধানী বৈরুতে স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে রাজপথে নামেন সাধারণ বাসিন্দারা। তাদের কণ্ঠেও সংঘাত বন্ধের আহ্বান ছিল।

শুক্রবার বিশাল সমাবেশ হয়েছে স্পেনেও। বিশাল মানব পতাকা তৈরি করে গাজার প্রতি সংহতি জানান বিক্ষোভকারীরা। বেসামরিকদের ওপর বর্বরতা থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply