মার্কিন দূতাবাসের ২ কর্মীকে বহিষ্কার করলো স্পেন

|

রাষ্ট্রীয় গোয়েন্দাদের ঘুষ দেয়ার অভিযোগে মার্কিন দূতাবাসের দুই কর্মকর্তাকে বহিষ্কার করেছে স্পেন। অভিযোগ, মোটা অঙ্কের বিনিময়ে ওই দুই কর্মকর্তা রাষ্ট্রীয় গোপন তথ্য নিয়েছেন।

স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবেলস এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে বলেন, এরইমধ্যে মার্কিন সরকারের কাছে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এ ঘটনা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে প্রভাব ফেলবে না বলেও জানান তিনি।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, স্পেন ও যুক্তরাষ্ট্র কাছের বন্ধু ও জোট সঙ্গী। যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করার সুযোগ রয়েছে। এতে সম্পর্কের অবনতি হওয়ার কোনো সুযোগ নেই।

মার্গারিটা রোবেলস জানান, অভিযুক্ত গোয়েন্দাদের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্ত চলছে। তবে তারা কী ধরনের তথ্য ওই দুই মার্কিন দূতাবাসের কর্মকর্তাকে দিয়েছেন, তা স্পষ্ট নয়।

এ ব্যাপারে মার্কিন নিরাপত্তা পরিষদের উপদেষ্টা জ্যাক সুলিভানকে প্রশ্ন করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। এমনকি মাদ্রিদের মার্কিন দূতাবাসও এ নিয়ে মুখ খোলেনি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply