জাপানের উপকূলে ভেসে এলো হাজার হাজার মৃত মাছ

|

জাপানের উত্তরাঞ্চলের হাকোদাতে হাজার হাজার মৃত সার্ডিন মাছ উপকূলে ভেসে ওঠে। ছবি: ইউএসএ টুডে।

হাজার হাজার মরা মাছ ভেসে উঠেছে দক্ষিণ জাপানের হাকোদাতে উপকূলে। এক কিলোমিটারেরও বেশি দীর্ঘ সৈকতজুড়ে ভেসে এসেছে এসব মাছ। শুক্রবার (৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ইউএসএ টুডে এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, এসব মাছের বেশিরভাগই সার্ডিন। হাকোদাতে ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের গবেষকরা বলছেন, এই সময়টাতে সার্ডিন মাছ জায়গা বদল করে। ধারণা করা হচ্ছে জায়গা বদলের সময় বড় কোনো মাছের তাড়া খেয়েছিলো তারা।

একদিকে বড় মাছের তাড়া, অন্যদিকে সমুদ্রের ঢেউ কেটে ছুটতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছিলো মাছগুলো। আর তাতেই মৃত্যু হয় তাদের।

এছাড়া, হঠাৎ করে ঠান্ডা পানির মধ্যে চলে আসার কারণেও মৃত্যু হতে পারে বলে জানান গবেষকরা। উপকূল অঞ্চলের অনেকেই ভেসে আসা মাছগুলো সংগ্রহ করার চেষ্টা করছেন। তবে, গবেষকরা এসব মাছ না খাওয়ারই পরামর্শ দিচ্ছেন।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply