ইউক্রেনে হামলা জোরদার রাশিয়ার, খারকিভে মিসাইল হামলা

|

খারকিভে রুশ হামলার সময় অ্যাপার্টমেন্ট ভবন এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ছবি: দ্য গার্ডিয়ান।

ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। শুক্রবার (৮ ডিসেম্বর) খারকিভে আবাসিক এলাকায় চালানো হয় মিসাইল হামলা। এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকটি বিস্ফোরণে বিধ্বস্ত হয় ৭টি অ্যাপার্টমেন্ট ব্লক। ক্ষতিগ্রস্ত হয় আরও কয়েকটি ভবন। আহত হয় দু’জন। হামলায় গুড়িয়ে যায় ২০টির বেশি গাড়ি। এর আগে, পাল্টাপাল্টি হামলা প্রতিহতের দাবি করে রাশিয়া-ইউক্রেন।

এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, দোনেৎস্ক, ক্র্যাসনি, লিম্যান ও কুপিয়ানস্ক লক্ষ্য করে হামলা চালায় কিয়েভ বাহিনী। তবে তা মোকাবেলা করে মস্কোর সেনারা। দোনেৎস্কে ইউক্রনের কমব্যাট ইউনিট, অস্ত্রভাণ্ডার ও কমান্ড পোস্ট লক্ষ্য করে হামলার দাবি পুতিন বাহিনীর।

২৭টি ড্রোন ও একটি সুখয় টোয়েন্টি ফাইভ ফাইটার জেট ধ্বংসের কথাও জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বাখমুত, আদিভকাসহ ৫৬টি স্থানে রুশ বাহিনীকে মোকাবেলার কথা জানায় কিয়েভ।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply