প্যারিস অলিম্পিকে অংশ নিতে পারবেন রাশিয়া-বেলারুশের অ্যাথলেটরা

|

প্যারিস অলিম্পিকে অংশগ্রহণের অনুমতি পেয়েছেন রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটরা। শর্তসাপেক্ষে এই অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। নিরপেক্ষ পতাকায় তাদের ২০২৪ প্যারিস অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে অংশ্রগ্রহণের অনুমতি দেয়া হয়েছে।

এক বিবৃতিতে জানানো হয়, এই দুই দেশের অ্যাথলেটদের নিজ দেশের পতাকা, প্রতীক বা জাতীয় সঙ্গীত ছাড়া অলিম্পিকে খেলতে হবে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রেক্ষিতে রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদদের নিষিদ্ধ করা হয়েছিলো। নিষেধাজ্ঞা বহাল রাখা না হলে অলিম্পিক গেমস বয়কটের হুমকি দিয়েছিলো ইউক্রেন। যদিও শুরু থেকেই এসব সিদ্ধান্তের কড়া সমালোচনা করে আসছে দেশ দু’টি।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply