আরব আমিরাতকে হারিয়ে এশিয়া কাপ শুরু টাইগার যুবাদের

|

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বড় জয় দিয়ে আসর শুরু করেছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ৬১ রান জয় পায় টাইগার যুবারা। শনিবার (৯ ডিসেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত হয় দুই দলের লড়াই।

এদিন টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৪৯ দশমিক ৩ ওভারে ২২৮ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে আশিকুর রহমান শিবলী সর্বোচ্চ ৭১ রান করেন। লক্ষ্য তাড়া করতে নেমে ৪৭ দশমিক ৪ ওভারে ১৬৭ রানে থামে আরব আমিরাতের ইনিংস।

এর আগে, আশিকুর ও জিশান আলমের উদ্বোধনী জুটিতে আসে ৭৪ রান। জিশান ৫৬ বলে ৪২ রান করে আউট হলেও আশিকুর ইনিংস ধরে খেলতে থাকেন। উদ্বোধনী জুটি ভাঙার পর কোনো উইকেটে অর্ধশতক আসেনি। দলের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলা আশিকুর ৩টি চার ও ১টি ছয় মারেন। আমিরাতের স্পিনার ধ্রুব পারাশার ৪৪ রানে শিকার করেন ৬ উইকেট।

জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতে ২৯ রান তোলে আমিরাত। এরপর ইকবাল হোসেনের শিকার হয়ে ফেরেন ওপেনার আরইয়ানস শর্মা। এরপর স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আর কখনই বাংলাদেশের ওপর চাপ তৈরি করতে পারেনি স্বাগতিকরা। পারভেজ রহমান ১০ ওভারে ১ মেডেনস ২৬ রানে তুলে নেন ৪ উইকেট। আর অধিনায়ক মাহফুজুর রহমান ৩২ রানে ৪ উইকেট নেন।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পরের ম্যাচ সোমবার। তাদের প্রতিপক্ষ জাপান।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply