রাজধানীর পেঁয়াজের বাজারে চরম নৈরাজ্য। শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে ভারতের পেঁয়াজ রফতানি বন্ধের খবরে রাতারাতি দাম বাড়িয়ে দেয়া হয় পেঁয়াজের। এতে আবারও বাজারে এই নিত্যপণ্যের দাম বেড়েছে অস্বাভাবিক হারে।
২৪ ঘণ্টার ব্যবধানে রেকর্ড দর বৃদ্ধি হয়েছে পেঁয়াজের। ক্রেতাদের অভিযোগ, বাজার ব্যবস্থাপনায় কোনো শৃঙ্খলা নেই।
শনিবার সকাল থেকেই খুচরা পর্যায়ে দেশি জাতের পেয়াঁজের কেজি ২৩০ টাকা ও ভারতীয় জাতের পেঁয়াজ ২২০ টাকায় বিক্রি করা হচ্ছে। বাজারে মিশর ও চীন থেকে আমদানি করা পেঁয়াজও মিলছে। তবে এসব পেঁয়াজের ক্রেতা কম।
চীনা জাতের কেজি ৮০ টাকা আর মিশরীয় জাতের কেজি ৯০ টাকা। দেশের বিভিন্ন স্থানে স্বল্প পরিসরে মুড়িকাটা জাত উঠতে শুরু করেছে। তবে রাজধানীর বাজারে এই পেয়াঁজ মিলছে না।
এসজেড/
Leave a reply