জিম্মিদের উদ্ধারে আবারও বিশাল বিক্ষোভ-সমাবেশ ইসরায়েলে

|

তেল আবিবে বিশাল বিক্ষোভ-সমাবেশ করছে হাজারো ইসরায়েলি। ছবি: রয়টার্স।

জিম্মিদের উদ্ধারের দাবিতে আবারও বিশাল বিক্ষোভ-সমাবেশ হলো ইসরায়েলে। শনিবার (৯ ডিসেম্বর) রাতে রাজপথে নামেন হাজার হাজার মানুষ। এক প্রতিবেদনে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, বন্দিদের মুক্তির দাবিতে প্ল্যাকার্ড ও সরকার বিরোধী ব্যানার হাতে ছিলো তাদের। জিম্মি উদ্ধারে নেতানিয়াহু সরকারের ব্যর্থতার তীব্র সমালোচনা করেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, প্রশাসনের দুর্বলতার কারণেই দুই মাসেও উদ্ধার করা যায়নি সব বন্দিকে। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানান তারা। নেতানিয়াহু সরকারের পদত্যাগের দাবিতেও দেন স্লোগান।

এর আগে, ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে নজিরবিহীন অভিযান চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। ১২শ’ ইসরায়েলির মৃত্যু ও ২৪০ জনকে আটক করে নিয়ে যায় হামাস। এক সপ্তাহের যুদ্ধবিরতিতে মুক্তি পায় ১শ’ জনের মতো। এখনও বন্দি কমপক্ষে ১৩০ জন।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply