গাজায় খাবার ও ওষুধ প্রবেশ না করলে, বন্ধ করে দেয়া হবে ইসরায়েল অভিমুখী জলপথ। হামলার শিকার হবে তেল আবিবের পথে যাওয়া সব জাহাজ। শনিবার (১০ ডিসেম্বর) এ হুঁশিয়ারি দিয়েছে গেরিলা দল- হুতি।
এক বিবৃতিতে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র জানান, গাজায় জরুরি পণ্য প্রবেশে বাধার জবাবে, এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
লোহিত সাগর ও আরব সাগর দিয়ে ইসরায়েলের বন্দরগামী যে কোনো জাহাজই হুতিদের হামলার লক্ষ্যবস্তু হবে। এক্ষেত্রে কোন দেশের জাহাজ তা বিবেচনা করা হবে না। তাই সাগরপথে নিরাপদে থাকতে, এড়িয়ে চলতে বলা হয় ইসরায়েলের বন্দর।
বিবৃতিটি প্রকাশের পর থেকেই কার্যকর হবে সিদ্ধান্ত এমন কথাও জানান হুতি মুখপাত্র। গাজায় চলমান আগ্রাসনের শুরু থেকেই ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে হুতিরা। ইসরায়েলের সাথে সম্পর্কিত একাধিক জাহাজ জব্দও করেছে। মার্কিন রণতরী লক্ষ্য করে ছুড়েছে মিসাইলও।
Leave a reply