রফতানি বন্ধের খবরে পেঁয়াজ শুন্য হিলি স্থলবন্দর

|

ভারতের রফতানি বন্ধের খবরে পেঁয়াজ শুন্য হয়ে পড়েছে হিলি স্থলবন্দর। ৯০ টাকা কেজি দরের পেঁয়াজ পোর্টেই বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকা কেজি দরে। বাজারে দেখা দিয়েছে নৈরাজ্য; সাতক্ষীরায় রাতারাতি পেঁয়াজের দাম দ্বিগুণ। বিক্রেতারা বলছেন দাম আরও বাড়বে।

বাংলাদেশে পেঁয়াজ রফতানি ৩১ মার্চ পর্যন্ত বন্ধের ঘোষণা দিয়েছে ভারতের বৈদেশিক বাণিজ্য শাখা। যা কার্যকর হয় শুক্রবার থেকে। ফলে বন্ধ হয়ে যায় ভারত থেকে পেঁয়াজ আমদানি। শনিবার বন্দরে দুটি ট্রাকে ৫৯ মেট্রিক টনের একটি পুরনো চালান আসে। তারপর থেকেই শূন্যতা।

বৃহস্পতিবার আমদানিকৃত ভারতীয় পেঁয়াজ ৯২ থেকে ৯৪ টাকায় বিক্রি হলেও শনিবার তা একলাফে ২০০ টাকায় গিয়ে দাঁড়ায়।

ভোমরা স্থলবন্দরের কাছের শহর সাতক্ষীরায়ও প্রায় একই রকম অবস্থা। যতই সময় যাচ্ছে প্রভাব পড়ছে খুচরা বাজারে। এ ব্যাপারে সাতক্ষীরার সুলতানপুর কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু বলেন, গত দুইদিন আগেও পেঁয়াজ ৮০-৯০ টাকায় বিক্রি হয়েছে। কিন্তু আজকের মেমো দেখে যদি বোঝা যায় পেঁয়াজগুলো আগে আমদানি করা। তাহলে আমরাও সেই দামে বিক্রি করবো।

বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চেয়েছে দিশেহারা ক্রেতা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply