ব্যারিস্টার মইনুলের দাফন সম্পন্ন

|

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) রাজধানীর আজিমপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে, দুপুর ২টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মসজিদের ইমাম মুফতি আবু জাফর।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেন মারা যান।

ব্যারিস্টার মইনুল ২০০৭ সালে গঠিত বহুল আলোচিত ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে গঠিত তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে তথ্য, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের ৮ জানুয়ারি তিনি তত্ত্বাবধায়ক সরকার থেকে পদত্যাগ করেন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply