যুক্তরাষ্ট্রে টর্নেডোর হানা, নিহত ৬

|

ছবি: রয়টার্স

প্রবল ঝড়ে তছনছ যুক্তরাষ্ট্রের টেনেসি। শনিবারের (৯ ডিসেম্বর) এ ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ছয়জন মারা গেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। খবর বিবিসির।

স্থানীয় সময় সন্ধ্যায় আঘাত হানে ভয়াবহ এ ঝড়। সামাজিক মাধ্যম ‘এক্স’এ ছড়িয়ে পড়েছে এক প্রত্যক্ষদর্শীর ধারণকৃত ভিডিওচিত্র। যাতে দেখা যায়, প্রচণ্ড বজ্রপাতে আগুন ধরে যায় একটি গাছে। কর্তৃপক্ষ জানায়, ভয়াবহ এ ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ৮০ হাজার আবাসিক ভবন। নিরাপদে সরিয়ে নেয়া হয় কয়েক হাজার বাসিন্দাকে।

ন্যাশভিল অফিস অব ইমার্জেন্সি ম্যানেজমেন্টও সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছে। ভেঙ্গে পড়া গাছ ও ভাঙা ঘরের চিত্র দেখা গেছে সেখানে।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্যের রাজধানী ন্যাশভিলের উত্তর উপশহরে তিনজনের মৃত্যু হয়েছে। রাজ্যের উত্তরাঞ্চলের ক্লার্কসভিলেও টর্নেডো আঘাত হানে, সেখানেও তিনজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply