গাজায় মানবিক সহায়তায় বিরল পদক্ষেপ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

|

গাজায় স্বাস্থ্য ও মানবিক পরিস্থিতি নিয়ে ডব্লিউএইচও'র নির্বাহী বোর্ডের সভার একটি দৃশ্য। ছবি: আল জাজিরা।

গাজায় মানবিক সহায়তা প্রবেশের দাবিতে বিরল পদক্ষেপ নিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রোববার (১১ ডিসেম্বর) ভোটাভুটির পর এই বিষয়ক প্রস্তাব পাস করে ডব্লিউএইচও’র ৩৪ সদস্যের নির্বাহী বোর্ড। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, সংস্থাটির ৭৫ বছরের ইতিহাসে সপ্তমবারের মতো নেয়া হলো এ পদক্ষেপ। আফগানিস্তান, কাতার, ইয়েমেন ও মরক্কোর তৈরি এ প্রস্তাব। যাতে গাজায় নির্বিঘ্নে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, স্বাস্থ্যকর্মী ও রোগীদের ওপর সহিংসতার তথ্য সংগ্রহ, হাসপাতাল পুনর্গঠনে তহবিল গঠনের কথা বলা হয়।

ডব্লিউএইচও জানায়, গাজায় ৩৬টি হাসপাতালের মধ্যে চালু আছে মাত্র ১৪টি। তাতেও নেই ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম। কমপক্ষে ৪৬ হাজার আহত মানুষ পাচ্ছেন না জরুরি সেবা।

এছাড়াও ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমনের শিকার সাড়ে ৩ লাখ ফিলিস্তিনি। শ্বাসকষ্টে ভুগছেন সোয়া লাখ মানুষ। বিশুদ্ধ পানির অভাবে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply