চুয়াডাঙ্গা করেসপনডেন্ট:
চুয়াডাঙ্গায় বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বেড়েছে দুর্ভোগ। এতে কষ্টে আছেন খেটেখাওয়া ছিন্নমূল মানুষ। শীতে সময়মতো কাজে যেতে পারছেন না তারা। তীব্র ঠাণ্ডায় দেখা দিচ্ছে শীতজনিত নানা রোগ। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা।
সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কমেছে ৪ দশমিক ৪ ডিগ্রি।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, সামনের দিনগুলোতে তাপমাত্রার পারদ আরও কমবে। চলতি মাসের শেষদিকে জেলায় মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
/এনকে
Leave a reply