তফসিলের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

|

সংসদ বহাল রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে বৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। ফলে খারিজ হলো তফসিল বৈধতা চ্যালেঞ্জের রিট। সোমবার (১১ ডিসেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, বর্তমানে জনস্বার্থে যারা রিট করেন, তারা বেশিরভাগই ব্যক্তিস্বার্থে কিংবা নিজের প্রচারণার জন্য করে থাকেন। ফলে প্রকৃত জনস্বার্থ মামলাগুলো আদালতে আসে না।

এ সময় আদালত আরও বলেন, সংবিধান এবং সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে আরও বিস্তর ধারণা রাখতে হবে জনস্বার্থে রিট করা আইনজীবীদের।

আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণের দিন রেখে গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। এই তফসিলের বৈধতা নিয়ে সংক্ষুদ্ধ প্রার্থী ও সুপ্রিমকোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ গত ২৯ নভেম্বর রিটটি করেন। রিটে সংসদ বহাল থাকা অবস্থায় নির্বাচনের তফসিল দেয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল চাওয়া হয়।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply