ইসরায়েলের গুপ্তচর অভিযোগে ইরানে সুইডেন নাগরিকের বিচারকাজ শুরু

|

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সুইডেনের এক নাগরিকের বিচারকাজ শুরু করলো ইরান। রোববার (১০ ডিসেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।

জানা গেছে, জোহান ফ্লোডেরাস নামের ওই ব্যক্তি ইউরোপীয় ইউনিয়নের একজন কর্মী ছিলেন। ইরানের গণমাধ্যম জানিয়েছে, তেহরানের জাতীয় নিরাপত্তা লঙ্ঘন ও ইহুদি রাষ্ট্রকে গোয়েন্দা তথ্য সরবরাহের অভিযোগ রয়েছে জোহানের বিরুদ্ধে। ইরানের শরীয়া আইনে যার সাজা মৃত্যুদণ্ড।

এর একদিন আগে সুইডেন কর্তৃপক্ষ জোহানের ট্রায়ালের খবর জানিয়েছিল। তবে তার বিরুদ্ধে তোলা অভিযোগ সম্পর্কে কিছুই জানানো হয়নি।

গত বছরের ১৭ এপ্রিল তেহরান বিমানবন্দর থেকে আটক করা হয় জোহান ফ্লোডেরাসকে। তাকে গ্রেফতার প্রসঙ্গে ইরান কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের একটি গোপন প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন জোহান। ইরানে ইউরোপিয়ান বা নন-ইউরোপিয়ান অনেক সন্দেহভাজনের সাথেই তার যোগাযোগ ছিল। ইসরায়েলকে নানা গোয়েন্দা তথ্য সরবরাহ করতেন এই সুইডিশ। এমনকি ইরানে আসার আগে তিনি শত্রুরাষ্ট্র ইসরায়েলেও ভ্রমণ করেছিলেন। এসব অভিযোগের প্রেক্ষিতেই রোববার থেকে জোহানের বিচারকাজ শুরু করেছে দেশটি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply