মিয়ানমারে গণহত্যার তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার উদ্যোগে এক ভোটাভুটির পর আসে এ ঘোষণা।
মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তথ্য-প্রমাণ সংগ্রহ করবে এ কমিটি। পরবর্তীতে নিরপেক্ষ আন্তর্জাতিক বিচারের ক্ষেত্রে ব্যবহার করা হবে সংগৃহীত এসব তথ্য-প্রমাণ।
রোহিঙ্গা ইস্যুতে কমিটি গঠনের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা আয়োজিত ভোটে অংশ নেয় ৪৭টি সদস্য দেশ। এতে মধ্যস্থতা করে ইউরোপিয় ইউনিয়ন ও ইসলামি সহযোগিতা সংস্থা। ভোটদানে বিরত থাকে ৭টি দেশ। কমিটি গঠনের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেয় চীন, ফিলিপাইন ও বুরুন্ডি। জাতিসংঘের এ সিদ্ধান্তের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওয়ের সাথে সাক্ষাৎ করেছেন মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি’র দপ্তরের মন্ত্রী তিন্ত সোয়ে।
Leave a reply