কামাল হোসাইন, নেত্রকোণা
নেত্রকোণার বারহাট্টায় এক নারীকে ধর্ষণের অভিযোগে গণপিটুনি খেয়েছেন বারহাট্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান মানিক আজাদ। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে বারহাট্টা কলেজ সংলগ্ন একটি বাসায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন ও বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। এ ঘটনার পর ওই বিধবা নারীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
পুলিশ হেফাজতে থাকা ওই নারী জানান,সন্ধ্যা পৌনে ছয়টার দিকে চেয়ারম্যান মানিক আজাদ ফোন করে তার বাসায় যান। পরে ঘরে তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে চেয়ারম্যানকে ধরে গণপিটুনি দেন। একপর্যায়ে উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ সেখান থেকে পালিয়ে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন জানান, ওই নারীর নিরাপত্তার কথা চিন্তা করে তাকে পুলিশ হেফাজতে দেয়া হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল জানান, এ ঘটনায় প্রাথমিক সত্যতা মিলেছে। এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাত একটার দিকে একটি মামলা হয়েছে।
Leave a reply