‘হুট করে পেঁয়াজের দাম বৃদ্ধির কারণ ব্যবসায়ীদের অসৎ মানসিকতা’

|

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গত দুই সপ্তাহে বেশিরভাগ নিত্যপণ্যের দাম কমেছে। পেঁয়াজের দাম হঠাৎ করে বেড়েছে। এর কারণ সব পর্যায়ের ব্যবসায়ীর অসৎ মানসিকতা। যে হারে পেঁয়াজের দাম বেড়েছে তার কোনো কারণ নেই।

সোমবার (১১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আরও বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে কমিশনকে সর্বাত্মক সহায়তা করবে সরকার। স্বতন্ত্র প্রার্থীরা অংশগ্রহণমূলক নির্বাচনকে উৎসবমুখর করতে সহায়ক হবে।

তথ্যমন্ত্রী বলেন, ইসি সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছে, যার প্রমাণ প্রশাসনে বদলি। ইউরোপীয় ইউনিয়নসহ অনেক দেশ পর্যবেক্ষক পাঠাবে বলে জানিয়েছে। এতে প্রমাণ হয়, সারাদেশে নির্বাচনী উৎসব শুরু হয়েছে।

১৪ দলীয় জোটের সাথে আসন ভাগাভাগি নিয়েও কথা বলেন ড. হাছান মাহমুদ। বলেন, আসন ভাগাভাগি নিয়ে ১৪ দলীয় জোটের সাথে সমাধান হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply