ভারতে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে বড় নাশকতার পরিকল্পনা করছিল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। রাজধানী ও দেশের বিভিন্ন স্থান থেকে সংগঠনটির ৬ সদস্যকে গ্রেফতারের পর এ কথা জানায় র্যাব।
সোমবার (১১ ডিসেম্বর) ঢাকার কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী এই সংস্থার আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ কথা জানান।
গ্রেফতারকৃতরা হলেন— আব্দুর রাজ্জাক ওরফে ইসহাক ওরফে সাইবা (৪১), শরিফুল ইসলাম মুরাদ (৩১), আশিকুর রহমান ওরফে উসাইম্যান (২৭), মুহাম্মদ জাকারিয়া ওরফে আবরার (২৪), মো. আল আমিন ওরফে সামুরা (২৪) ও মো. আবু জর মারুফ (১৮)।
এদের মধ্য আব্দুর রাজ্জাক ওরফে সাইবা ২০১৫ সালে আনসার আল ইসলামের সাথে যুক্ত হন। তিনি শীর্ষ নেতাদের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীদের কাছে পৌঁছে দিতেন বলে জানায় র্যাব।
খন্দকার আল মঈন জানান, গ্রেফতারকৃতরা বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। ছদ্মবেশে অন্য পেশার আড়ালে সদস্য সংগ্রহ করে তাদের প্রশিক্ষণ দিচ্ছিলেন। এছাড়া তারা কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সাথে অর্থ ও অস্ত্র লেনদেন করেছে।
/এমএন
Leave a reply