ঢাকার আশুলিয়ায় ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানায়, গাজীপুরের চন্দ্রা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইতিহাস পরিবহনের বাসটি কবিরপুর পৌঁছালে পেছনের সিটে আগুন দেখতে পান যাত্রীরা। পরে চালক বাসটি থামালে যাত্রীরা নিরাপদে নেমে ফায়ার সার্ভিসকে খবর দেন।
বাসটির চালক জ্যোতিন বলেন, হঠাৎ বাসের পেছনের অংশে আগুন দেখতে পেলে বাসটি থামিয়ে দিই। পরে বাস থেকে যাত্রীরা নেমে পড়েন। এসময় মাস্ক পরা কয়েকজন যাত্রী দৌড়ে পালিয়ে যান। সম্ভবত যাত্রী সেজে বাসটিতে উঠেছিল দুর্বৃত্তরা।
আশুলিয়া থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।
এর আগে, গত ৬ ডিসেম্বর একই মহাসড়কের আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় ইতিহাস পরিবহনের অপর একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
/এএম
Leave a reply