হঠাৎ করেই শীত জেঁকে বসেছে উত্তরের জেলাগুলোয়। অনুভূত হচ্ছে হিম বাতাস। লোকালয়ে হানা দিচ্ছে ঘন কুয়াশা। শীত আর কুয়াশায় বিপাকে পড়েছে এ অঞ্চলের শ্রমজীবী মানুষ। মঙ্গলবার (১২ ডিসেম্বর) উত্তরের জেলা পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়াও, নওগাঁ ও চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ নেমেছে ১৩ ডিগ্রির ঘরে। মধ্যরাত থেকে দেশের বিভিন্ন এলাকা ঢাকা পড়েছে কুয়াশায়। বেলা গড়ালেও কোথাও কোথাও সুর্যের দেখা মিলছে না।
ঘূর্ণিঝড় মিগজাউমের আগে তেমন শীতের প্রকোপ তেমন ছিল না। তবে মিগজাউমের ফলে হওয়া বৃষ্টি কেটে যাওয়ার পরেই শীত জেঁকে বসেছে এসব এলাকায়। আবহাওয়ার এমন পরিবর্তনে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেখা দিচ্ছে ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগবালাই। হাসাপাতালগুলোতে বাড়ছে রোগির সংখ্যা। যাদের মধ্যে বেশিরভাগই শিশু ও বয়স্করা।
এছাড়াও উত্তরাঞ্চলের এসব এলাকায়, সূর্যাস্তের সাথে সাথে কমতে থাকে তাপমাত্রা। শীতবস্ত্রের অভাবে নিদারুন কষ্টে দিন কাটছে হতদরিদ্র মানুষের।
এএস/
Leave a reply