বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি জাতিসংঘের পূর্ণ সংহতি ও সহযোগিতা রয়েছে, জানালেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকে এ কথা বলেন তিনি।
বৈঠকের পর পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন। একাধিকবার বাংলাদেশ সফরের কথা উল্ল্যেখ করে জাতিসংঘ মহাসচিব বলেন, বাংলাদেশকে খুব ভালোবাসেন তিনি। রোহিঙ্গা ইস্যুতে সরকারের অবস্থানের ব্যাপক প্রশংসা করেন তিনি।
মহাসচিব বলেন, বাংলাদেশ থেকে শিক্ষা নিতে পারে অনেক দেশ। যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত মিয়ানমারের।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন গুতেরেস। বাংলাদেশের সাধারণ নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে প্রত্যাশা করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের উচ্ছ্বসিত প্রশংসাও করেন জাতিসংঘ মহাসচিব।
Leave a reply