পাকিস্তানের সেনা ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলায় ২৩ জনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত হয়েছে আরও ২৭ জন। সন্ত্রাসী সংগঠন তালেবানের সাথে সম্পৃক্ত তেহরিক-ই-জিহাদ পাকিস্তান, এ হামলার দায় স্বীকার করেছে। খবর এএফপির।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভোরে দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের আফগান সীমান্তের কাছে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা।
কর্তৃপক্ষ জানায়, হামলার সময় বেশিরভাগ সেনারা ঘুমন্ত অবস্থায় সাধারণ পোশাকে ছিল। ফলে এখনও নিহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।
কর্তৃপক্ষ আরও জানায়, এ সময় বিস্ফোরক-বোঝাই আত্মঘাতী গাড়িটি একটি স্কুল ভবনে বিস্ফোরণ ঘটালে আরও ২৭ জন আহত হয়। এতে ভবনের কয়েকটি কক্ষ ধসে পড়ে। সব মৃতদেহ উদ্ধারের চেষ্টা চলছে। তবে এ বিষয়ে পাকিস্তান সেনাবাহিনী এখনও কোনো মন্তব্য করেনি।
এটিএম/
Leave a reply