গাজায় নির্বিচারে হামলার জেরে গোটা বিশ্বের সমর্থন হারাচ্ছে ইসরায়েল: বাইডেন

|

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: রয়টার্স।

গাজায় নির্বিচার বোমা হামলার জেরে গোটা বিশ্বের সমর্থন হারাচ্ছে ইসরায়েল। মঙ্গলবার (১২ ডিসেম্বর) এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, গেল ৭ অক্টোবর সংঘাত শুরুর পর এবারই প্রথম মিত্র দেশটির বিরুদ্ধে কঠোর সমালোচনা করলেন তিনি। বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র ছাড়াও গোটা ইউরোপ তেল আবিবের পাশে রয়েছে। কিন্তু উপত্যকায় ভয়াবহ হামলার জেরে তারা সেই সমর্থন হারাতে শুরু করেছে।

তিনি আরও বলেন, তবে এ সময় হামাসের পক্ষ না নিতেও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান এ নেতা। একই সাথে তেল আবিবের প্রতি পূর্ণাঙ্গ সমর্থন অব্যাহতের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

যদিও গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে নিজের দলের মধ্যেই চাপের মুখে পড়েছেন বাইডেন। এর জেরেই মিত্রদের প্রতি কঠোর এই বার্তা দিলেন বাইডেন।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply