চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় ইউনাইটেডের

|

ছবি: উয়েফা

চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এর ফলে আসর থেকে বিদায় নিশ্চিত হয়েছে ইংলিশ ক্লাবটির।

আসরে টিকে থাকতে হলে ঘরের মাঠে শুধু জিতলেই হতো না ইউনাইটেডের, তাকিয়ে থাকতে হতো কোপেনহেগেনের পরাজয়ের দিকেও। এমন সমীকরণের ম্যাচে প্রত্যাশিত শুরু পায়নি রেড ডেভিলস। প্রথমার্ধে মুসিয়ালা ও লেরয় সানের দুটি সুযোগ মিসে লিড নেয়া হয়নি বায়ার্নের।

বিরতির পর ম্যানইউয়ের খেলায় কিছুটা গতি আসলেও স্বাগতিকদের হতাশ করেন কিংসলে কোমান। ৭০ মিনিটে তার করা গোলে ডেডলক ভাঙ্গে বায়ার্ন। শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে আসরে অপরাজিত থেকে ‘এ’ গ্রুপের সেরা হয়ে রাউন্ড অব সিক্সটিনে পা রাখে জার্মান ক্লাবটি।

বিপরীতে, ৬ ম্যাচে মাত্র ১ জয় ও ১ ড্রয়ে মাত্র ৪ পয়েন্ট নিয়ে তলানিতে থেকে ইউরোপীয় প্রতিযোগিতা থেকে ছিটকে গেলো টেন হাগের দল। ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলেও রেড ডেভিলরা রয়েছে শীর্ষ চারের বাইরে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply