খুলনায় আদালতের এজলাসে আগুন

|

খুলনা ব্যুরো:

খুলনার পাইকগাছা উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে, এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

বুধবার (১৩ ডিসেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, সকালে মুসল্লিরা ফজরের নামাজ আদায় শেষে ফেরার সময় ওই ভবনের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন। পরে খোঁজ নিয়ে জানা যায়, আদালত ভবনের জানালার একটি গ্লাস প্রথমে ভেঙে ফেলে দুর্বৃত্তরা। এরপর লাঠির মাথায় বস্তা জাতীয় কিছু পেঁচিয়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে ভেতরে নিক্ষেপ করে। এতে আদালতের প্রয়োজনীয় নথিপত্রের কোন ক্ষতি হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সকাল থেকেই প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কোর্টের ভেতরে কাউকেই প্রবেশ করতে দেয়া হয়নি।

এ ব্যাপারে খুলনার পুলিশ সুপার সাইদুর রহমান জানান, চলমান বিচার কার্যক্রম ব্যাহত করতে দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটাতে পারে।

এএস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply