ব্যাট তৈরির ব্র্যান্ড হিসেবে আইসিসির স্বীকৃতি পেয়েছে ইমরুল কায়েস-মেহেদী মিরাজ ও কারিগর আফতাব শাহীনদের প্রতিষ্ঠান এমকেএস স্পোর্টস। এর ফলে আন্তর্জাতিক ম্যাচে লোগো ব্যবহারে আর কোনো বাধা থাকলো না ব্র্যান্ডটির।
সোমবার (১৩ ডিসেম্বর) আইসিসির পক্ষ থেকে চিঠি দিয়ে অনুমোদনের খবর জানিয়ে দেয়া হয়েছে ব্যাট কারিগর আফতাব শাহীনদের। ব্যাট ডক্টর হিসেবে আগে থেকেই সুনাম ছিলো আফতাবের। দেশীয় বেশিরভাগ ক্রিকেটারই ব্যাটের সমস্যা ঠিক করেন রাজশাহীর এই ব্যাট এক্সপার্ট।
আর সেই কাজ করতে করতেই বন্ধুত্ব হয় জাতীয় দলের ইমরুল কায়েস, মেহেদি হাসান মিরাজদের সাথে। যেখানে সামনে থেকে উৎসাহ দেন ইমরুল। সেই সাহসেই সাধারণ ব্যাটের কারিগর থেকে পুরোদমে কারখানা বানিয়ে ফেলেন শাহিন।
২০২০ সালে প্রতিষ্ঠিত হয় এই কারখানা। আর তার প্রায় ৩ বছর পরে মিললো আইসিসির এই স্বীকৃতি। ফলে দেশ-বিদেশের ক্রিকেটারদের ব্যাটে ইমরুল-শাহিনের এমকেএস স্পোর্টসের লোগো ব্যবহারে এখন থেকে আর কোনো বাঁধা থাকলো না।
/এমএইচ
Leave a reply