৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে বড় ধরনের সুনামির কবলে পড়েছে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপ। এর প্রভাবে প্রাদেশিক রাজধানী পালু আর পাশ্ববর্তী ডোংগালা শহরে আঘাত হেনেছে প্রায় সাত ফুট উচ্চতার জলোচ্ছ্বাস।
পানির তোড়ে ভেসে গেছে অসংখ্য স্থাপনা। এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও বহু প্রাণহানির আশঙ্কা করছে প্রশাসন। কারণ এখনো অনেকে নিখোঁজ রয়েছে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, ভূমিকম্পে অনেকগুলো ভবন ধসে পড়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সুলাওয়েসির মধ্যাঞ্চলে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। এর আগে সকালেও আঘাত হানে ছয় দশমিক এক মাত্রার ভূমিকম্প। আরও আফটারশকের আশঙ্কায় জারি রয়েছে সতর্কতা।
যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় দুর্গত এলাকাগুলোতে ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। গত ৫ আগস্ট ইন্দোনেশিয়ার লম্বকে ভূমিকম্পে প্রাণ যায় প্রায় ৫শ’ মানুষের।
Leave a reply