বিএনপির নেয়া পদক্ষেপে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট নয়। কারণ, আমেরিকা জ্বালাও-পোড়াও চায় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক সেমিনার শেষে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এসব কথা বলেন তিনি। জানিয়েছেন, আওয়ামী লীগ বিদেশিদের কাছে নয়, নিজেদের চাপে আছে। কারণ, সরকার সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চায়।
ড. এ কে আব্দুল মোমেন বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। যুক্তরাষ্ট্র গণতন্ত্রে বিশ্বাস করে, সরকারও গণতন্ত্রে বিশ্বাস করে। তাই এ বিষয়ে দেশটির সাথে আওয়ামী লীগেরও কোনো পার্থক্য নেই।
প্রসঙ্গত, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চাওয়ার কথা একাধিকবার ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। অবাধ-সুষ্ঠু নির্বাচনে বাধা প্রদানকারীদের ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণাও দেয় দেশটি।
/এমএন
Leave a reply