শাহজালাল বিমানবন্দরে এক বহির্গমন যাত্রীর ব্যাগ থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ ও তাকে গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দা। আজ বৃহস্পতিবারের এ ঘটনায় জব্দ মুদ্রার মূল্যমান ১ কোটি ২৮ লাখ টাকার বেশি।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত মামুন মিয়া মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ১৯৭ বিমানে কুয়ালালামপুর যাচ্ছিলেন।
বোর্ডিংকার্ড সহকারে ইমিগ্রেশন পার হয়ে বিমানে উঠার সময় মামুনকে চ্যালেঞ্জ করে শুল্ক গোয়েন্দারা। তখন তার কাছে সৌদি রিয়াল, আরব আমিরাতের দিরহাম, মালয়েশিয়ান রিংগিত, থাই বাথ, ইন্ডিয়ান রুপি ও শ্রীলংকান রুপিসহ সোয়া কোটি টাকার বেশি মূল্যমানের মুদ্রা উদ্ধার করা হয়।
এসব মুদ্রা তার ব্যাগের বিভিন্ন জায়গায় ও একটি ফটো অ্যালবামের ভেতরে লুকানো ছিল। চোরাচালানের উদ্দেশ্যে তিনি এগুলো নিয়ে চাচ্ছিলেন। ঘোষণা ছাড়া এত বিপুল পরিমাণ মুদ্রা পাচারের চেষ্টার জন্য বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ও শুল্ক আইনের মামুনকে গ্রেফতার করা হয়। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখানে।
Leave a reply