বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেফতার ও কারাগারে নির্যাতনের খবরে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

|

ফাইল ছবি

বাংলাদেশের বিরোধী দলের সদস্যদের গণগ্রেফতার ও কারাগারে নির্যাতনের খবরে গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৩ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ উদ্বেগ জানান মুখপাত্র ম্যাথিউ মিলার। ব্রিফিংয়ে সব রাজনৈতিক দলকে সহিংসতা এড়িয়ে চলার আহ্বানও জানানো হয়।

মিলার বলেন, বিরোধী দলের বিপুল সদস্যের গণগ্রেফতার এবং কারাগারে নির্যাতনের খবরে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। সব পক্ষকে আমরা সংযত থাকার এবং সহিংসতা পরিহারের আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ সরকারের কাছে আমাদের আহ্বান-এমন পরিবেশ নিশ্চিত করুন, যাতে সব দল স্বাধীনভাবে এবং সহিংসতার ভয় ছাড়াই নির্বাচন ও ভোট পরবর্তী কার্যক্রমে অংশ নিতে পারে।

এ সময় যুক্তরাষ্ট্র ও বিরোধীদের নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বাংলাদেশে ভুয়া সংবাদ ও ভিডিও প্রচার ইস্যুতে ফিনান্সিয়াল টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদন নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে মিলার বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার এ ধরনের ব্যবহার বিশ্বজুড়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করছে। যা উদ্বেগজনক।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply