খেলাপি ঋণ নবায়ন হলে কেন্দ্রীয় ব্যাংককে তাৎক্ষণিক জানাতে হবে

|

কোনো গ্রাহকের খেলাপি ঋণ নবায়ন বা পুনঃতফসিল করা হলে সে তথ্য তাৎক্ষণিকভাবে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোকে (সিআইবি) জানাতে হবে। একই সঙ্গে চলমান ঋণের তথ্য পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে সিআইবিতে জমা দেয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, যেদিন খেলাপি ঋণ নবায়ন করা হবে, ওই দিনই সর্বশেষ তথ্য জানাতে হবে। চলমান ঋণের সমুদয় তথ্যও পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে সিআইবিতে জমা দিতে।

আগে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে গ্রাহকের খেলাপি ঋণ নবায়ন হলে তা পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে পাঠাতে হতো। এতে সিআইবি সঙ্গে সঙ্গে হালনাগাদ হতো না। ফলে গ্রাহককে খেলাপি মুক্ত হতে পরবর্তী মাসের ১৫ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হতো। ক্রেডিট কার্ডের ঋণের তথ্যও জানাতে হবে। গ্রাহকদের দ্রুত ও সঠিক তথ্য সরবরাহ করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আরও সতর্ক হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে সার্কুলারে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply