সুষ্ঠু নির্বাচনের অভাবে সরকারের উন্নয়ন চাপা পড়ছে: তৈমূর

|

সরকারের সব উন্নয়ন চাপা পড়ে যাচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনের অভাবে, এমন মন্তব্য করেছেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তৈমূর আলম খন্দকার বলেন, জনগণকে একটি গ্রহণযোগ্য, প্রভাববিহীন নির্বাচনের ওয়াদা দিয়েছেন প্রধানমন্ত্রী। সে কারণে তৃণমূল বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে। কিন্তু জনগণকে ভোটকেন্দ্রে যেতে বাধা দেয়া হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

চলতি বছরে নির্বাচন কমিশনে নিবন্ধিত হয় আলোচিত রাজনৈতিক দল তৃণমূল বিএনপি। এরপরই দলটির প্রতিষ্ঠাতা নাজমূল হুদা মারা যান। পরবর্তীতে কাউন্সিলে এই দলের হাল ধরেন বিএনপির সাবেক নেতা শমসের মবিন চৌধুরী ও তৈমূর আলম খন্দকার। দলটি দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে একাধিকবার জানিয়েছে, সুষ্ঠু নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা অঙ্গীকারে আস্থা রেখে তারা ভোটে অংশ নিচ্ছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply