বিচারকদের খাস কামরায় আইনজীবীদের ঘন ঘন যোগাযোগ খারাপ বার্তা দেয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন সমিতির ৩৭তম বার্ষিক সভায় তিনি এ মন্তব্য করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবন প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান বিচারপতি বলেন, অধিকার বঞ্চিত মানুষের অধিকার রক্ষায় আইনজীবী ও বিচারকদের কাজ করতে হবে। বন্ধুত্বের জায়গায় বন্ধুত্ব থাকবে, কিন্তু আইনজীবীদের সাথে বিচারকদের যোগাযোগ কম হওয়াই ভালো। সবাইকে এ ব্যপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
/এমএন
Leave a reply