Site icon Jamuna Television

‘বিচারকদের খাস কামরায় আইনজীবীদের ঘন ঘন যোগাযোগ খারাপ বার্তা দেয়’

বিচারকদের খাস কামরায় আইনজীবীদের ঘন ঘন যোগাযোগ খারাপ বার্তা দেয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন সমিতির ৩৭তম বার্ষিক সভায় তিনি এ মন্তব্য করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবন প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান বিচারপতি বলেন, অধিকার বঞ্চিত মানুষের অধিকার রক্ষায় আইনজীবী ও বিচারকদের কাজ করতে হবে। বন্ধুত্বের জায়গায় বন্ধুত্ব থাকবে, কিন্তু আইনজীবীদের সাথে বিচারকদের যোগাযোগ কম হওয়াই ভালো। সবাইকে এ ব্যপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

/এমএন

Exit mobile version