Site icon Jamuna Television

যমুনা ফিউচার পার্কে গানে গানে বিজয়ের উল্লাস

একে তো শীত, তার ওপর বিজয়ের মাস। কনসার্টের সুবর্ণ মৌসুম। এই ভরা মৌসুমে শুক্রবার (১৫ ডিসেম্বর) রাজধানীর যমুনা ফিউচার পার্কে আয়োজিত হলো ‘বিজয় উল্লাস’ কনসার্ট। ‘তান-রাত ইনস্টিটিউট’ এই কনসার্টের আয়োজক।

উন্মুক্ত জায়গায় হওয়া এই কনসার্টে দর্শকদের মাতাচ্ছে দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ, আর্টসেল, মেঘদল, এভয়েড রাফা, অ্যাশেজ। এছাড়াও রয়েছে ব্যান্ডদল ওয়ার সাইট, নিভানিয়া, অলেখা, ব্যান্ড হাব এবং শিল্পী প্রিতম হাসানের পরিবেশনা। দেশের বিজয়ের ৫২তম উদযাপন করতে এই কনসার্টে অংশ নিতে পেরে দর্শকরাও বেশ আনন্দিত।

বিকেলে শুরু হওয়া এই কনসার্ট চলবে রাত ১০টা পর্যন্ত। কেবল বিজয় উদযাপন নয়, তারুণ্যের শক্তিকে আরও বলিষ্ঠ করতে এমন আয়োজনের পাশে ছিল যামুনা ফিউচার পার্ক।

কনসার্টের আয়োজক আব্দুল্লাহ আল মামুন বলেন, তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানানোই এবারের কনসার্টের মূল প্রতিপাদ্য।

/এএস/এমএন

Exit mobile version