২২ শর্তে আগামীকাল রোববার সোহরাওয়াদী উদ্যানে সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। আজ শনিবার দুপুরে ডিএমপির কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
বেলা সাড়ে ১১টার দিকে সমাবেশের অনুমতি নিতে ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করে বিএনপির ৩ সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সহ-সাংগঠনিক সম্পাদক আবসুদ সালাম আজাদ ও শামসুদ্দিন দিদার।
এ্যানী বলেন, জনসভা করার জন্য ২২টি শর্ত জুড়ে দিয়েছে ডিএমপি। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সভা-সমাবেশ করার অধিকার রয়েছে সবার। সেখানে এভাবে শর্ত জুড়ে দেয়ার কঠোর সমালোচনা করেন বিএনপি এ নেতা।
রোববার বেলা ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি। গত ২৪ সেপ্টেম্বর বিএনপি ও আওয়ামী লীগ একইসঙ্গে শনিবার (২৯ সেপ্টেম্বর) সমাবেশের ঘোষণা দেয়। পরে ডিএমপির অনুরোধে বিএনপি শনিবার সমাবেশ না করার সিদ্ধান্ত নেয়। তবে আজ রাজধানীর মহানগর নাট্যমঞ্চে নাগরিক সমাবেশ করবে আওয়ামী লীগ।
Leave a reply