বৈঠক চলাকালে পকেট থেকে টপাটপ গ্রেনেড ছুড়লেন ইউক্রেনের কাউন্সিলর

|

ইউক্রেনের পশ্চিমাঞ্চলের একটি গ্রামে কাউন্সিল বৈঠকে চলাকালে গ্রেনেড হামলার ঘটনা হয়েছে। হামলা করেন ওই এলাকার ডেপুটি কাউন্সিলর নিজেই। এ ঘটনায় হামলাকারীসহ ২৬ জন আহত হয়েছেন। এরমধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। খবর বিবিসির।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় জাকারপাত্তিয়া অঞ্চলের কেরেতস্কি গ্রামে কাউন্সিলর দফতরের চলছিল বৈঠক। সেখানে আসন্ন ২০২৪ সালের বাজেট নিয়ে আলোচনা চলছিল। বৈঠকটি সে সময় ফেসবুকে লাইভ টেলিকাস্ট করা হচ্ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কাউন্সিলর বেশ উত্তেজিত হয়ে ‘আই অবজেক্ট’ বলছিলেন। এরপর কিছুক্ষণের জন্য বাইরে যান তিনি। ফিরে এসে দাঁড়ান দরজার কাছে। সেখানে দাঁড়িয়ে কালো জ্যাকেটের ভেতর থেকে একেরপর এক ছুড়ে দেন গ্রেনেড।

গ্রেনেড বিস্ফোরিত হওয়ার পর আগুন ধরে যায় কক্ষটির বিভিন্ন স্থানে। তবে কী কারণে এ ধরনের হামলা তিনি করেছেন, তা এখনও জানা যায়নি।

যুদ্ধের কারণে বহু ইউক্রেনীয় নাগরিক নিজেদের কাছে অস্ত্র রাখেন। তবে তিনি এর সাথে সম্পৃক্ত কিনা সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply