পাকিস্তানে পুলিশ সদর দফতরে জঙ্গি হামলা, নিহত ৩

|

নিহত তিন পুলিশ সদস্য। ছবি: ডন।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ট্যাঙ্ক জেলার পুলিশ সদর দফতরে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। হামলায় পুলিশের তিন সদস্য নিহত হয়েছে। খবর ডনের।

শুক্রবার (১৫ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। দেশটির সশস্ত্র বাহিনী জানায়, নিরাপত্তা বাহিনীর প্রতিরোধে পাঁচ জঙ্গি নিহত হয়েছে।

জেলা পুলিশ কর্মকর্তা ইফতিখার আলী জানান, জঙ্গিদের একজন প্রথমে পুলিশ কার্যালয়ের প্রবেশপথে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়। এই সুযোগে অপর দলটি সদর দফতরের ভেতরে ঢুকে যায়।

এদিকে, হামলার দায় স্বীকার করেছে আনসার উল ইসলাম নামের একটি গোষ্ঠী। এক বিবৃতিতে তারা জানায়, এটি তাদের প্রথম হামলা। তবে গোষ্ঠীটি তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)’র অঙ্গ সংগঠন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, পাকিস্তানে আসন্ন নির্বাচনের আগে সহিংসতা বেড়েছে। গত মঙ্গলবার অঞ্চলটির দেরা ইসমাইল খান জেলায় এক জঙ্গি হামলায় ২৩ সেনার মৃত্যু হয়েছিল।

আরএইচ/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply