বিজয় দিবসে পতাকা মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে বায়তুল মোকাররমের সামনে থেকে নেতাকর্মীরা জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিলে অংশ নেন।
মিছিলটি উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড়, বিজয়নগর ঘুরে পুনরায় বায়তুল মোকাররমের সামনে গিয়ে শেষ হয়। এসময়, ‘একতরফা’ নির্বাচন বাতিল, সকল রাজবন্দিদের মুক্তি ও সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান দলটির নেতারা।
তারা বলেন, স্বাধীনতার বায়ান্ন বছর পেরিয়ে গেলেও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ নিষিদ্ধ করে নির্বাচন কমিশন মানুষের অধিকার হরণ করেছে বলেও মন্তব্য করেন তারা।
/এনকে
Leave a reply