বিজয়ের দিনে অপ্রতিরোধ্য জয় বাংলার মেয়েদের

|

ছবি: সংগৃহীত।

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের আমেজে যখন মাতছে দেশ। একই দিনে নারী ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপ্রতিরোধ্য জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

দক্ষিণ আফ্রিকার বাফালো পার্ক স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। মুর্শিদা খাতুনের অপরাজিত ৯১ রানের সাথে শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি ও নিগার সুলতানা জ্যোতিদের দাপুটে ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেটে স্কোরবোর্ডে ২৫০ রান তোলে টাইগ্রেসরা।

সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, রাবেয়া খান এবং নাহিদা আক্তারদের ঘূর্ণি জাদুতে মাত্র ১৩১ রানেই আটকে যেতে হয় দক্ষিণ আফ্রিকাকে।

প্রোটিয়াদের ১১৯ রানে হারিয়ে ওয়ানডে সিরিজে এগিয়ে গেল বাংলার মেয়েরা। ঘরের মাঠে দু’বার প্রোটিয়াদের হারিয়েছে তারা। তবে বিদেশের মাটিতে এবারই প্রথম ওয়ানডেতে তাদের হারাল জ্যোতির দল।

কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের টি-টোয়েন্টিতে ইতিহাস গড়েছিল বাংলার মেয়েরা। এর আগে, দুই দলের ওডিআই মুখোমুখিতে বাংলাদেশ সবশেষ জয় পেয়েছিল ২০১৭ সালে কক্সবাজারে।

এএস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply