বাংলাদেশের পররাষ্ট্রনীতি খুবই ভারসাম্যপূর্ণ। ফলে, কে কী বললো তাতে কিছু আসে যায় না বলে মন্তব্য করেছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শেখ হাসিনার কারণে দেশে গণতন্ত্র সুসংহত হয়েছে বলেও জানান তিনি।
রোববার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিজয় দিবসের আলোচনা সভায় এসব বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, অর্থনীতিসহ অনেক ক্ষেত্রে পাকিস্তান আমাদের ওপর নির্ভরশীল ছিল। এখন বাংলাদেশ তাদের ছাড়িয়ে গেছে বলে উল্লেখ করেন, ড. মোমেন।
দুষ্টলোক গণতন্ত্র বানচাল করার চেষ্টা করছে বলে আভিযোগ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এতে কোনো লাভ হবে না।
অনুষ্ঠানে ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবার বলেন, যারা স্যাংশনের ভয় দেখাচ্ছে, তারা হয়তো জানে না বাংলাদেশ ভীতুর দেশ নয়। এ সময় তিনি শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন তিনি।
এটিএম/
Leave a reply