৫০০ উইকেটের এলিট ক্লাবে লায়ন

|

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জ্যাক ক্যালিসকে এলবিডব্লু করে ২০০১ সালে ‘অনন্য’ এক ইতিহাস লিখেছিলেন কোর্টনি ওয়ালশ। পোর্ট অব স্পেনে ক্যালিসের উইকেটটি ছিল ক্যারিবীয় কিংবদন্তির ৫০০তম টেস্ট উইকেট। প্রথম বোলার হিসেবে এই কীর্তি গড়েছিলেন বাংলাদেশ দলের সাবেক বোলিং কোচ।

২২ বছর পর রোববার (১৭ ডিসেম্বর) এই ক্লাব পেয়ে গেলো তাদের অষ্টম সদস্য। নতুন করে নাম লেখালেন অজি অফস্পিনার নাথান লায়ন। পার্থ টেস্টের চতুর্থ দিনে পাকিস্তানের ফাহিম আশরাফকে এলবিডব্লু করে ৫০০তম উইকেটটি শিকার করেন তিনি। পরে তুলে নেন আমির জামালকেও। ১২৩ ম্যাচ শেষে এখন তার টেস্ট উইকেট সংখ্যা ৫০১। ক্যারিয়ারে তিনি ২৩ বার ৫ উইকেট এবং ৪ বার ১০ উইকেট শিকার করেছেন।

২০১১ সালে টেস্ট অভিষেক হওয়া লায়ন পঞ্চম দ্রুততম পাঁচশো উইকেট শিকারী বোলার। ৮৭ ম্যাচে ৫০০ ছুঁয়ে এই রেকর্ডে সবার ওপরে মুরালিধরন। দ্রুততমদের তালিকায় মুরালিধরন ছাড়া লায়নের ওপরে আছেন ভারতের লেগ স্পিনার অনিল কুম্বলে (১০৫ ম্যাচ), অস্ট্রেলিয়ার লেগ স্পিনার শেন ওয়ার্ন (১০৮ ম্যাচ) ও অজি পেসার গ্লেন ম্যাকগ্রা (১১০ ম্যাচ)।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply