ভারতে সরকার নিয়ন্ত্রিত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৯

|

ভারতের মহারাষ্ট্রের নাগপুরে এক সরকারি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৯ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েক জন। তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা চলছে। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। খবর আনন্দবাজার পত্রিকার।

রোববার (১৭ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৯টায় বাজারগাঁও এলাকায় সোলার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেড নামের একটি কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কয়লা ফাটানোর জন্য ব্যবহৃত বিস্ফোরক প্যাক তৈরির করার চলছিল এই কারখানায়। সেই সময়ই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের। আহত হন আরও কয়েক জন। পরে হাসপাতালে নিলে আরও তিন জনের মৃত্যু হয়।

জানা গেছে, এই কারখানায় বিভিন্ন ধরনের বিস্ফোরক তৈরি করা হতো। যে বিস্ফোরকগুলো মূলত খনি এলাকা বা পাহাড়ে বিস্ফোরণ ঘটাতে ব্যবহৃত হতো।

পুলিশ বলছে, এই ধরনের কারখানায় বিস্ফোরক প্যাক করার জন্য প্রয়োজনীয় সতর্কতা বজায় রাখা হয়। তবে দুর্ঘটনার সময় তা করা হয়েছিল কিনা তা এখনও অস্পষ্ট। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করবে ভারতের প্রতিরক্ষা বিভাগ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply